
প্রকাশিত: Fri, May 26, 2023 8:55 AM আপডেট: Mon, May 12, 2025 8:35 PM
মির্জা ফখরুলের নমুনা পরীক্ষা শুক্রবার জ্বর কমলেও শারীরিক দুর্বলতায় ভুগছেন
রিয়াদ হাসান: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথ এলাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ মে) তার কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (২৪ মে) মহাসচিবের শারীরিক খোঁজ নেওয়ার জন্য গিয়ে চিকিৎসকের কাছ থেকে জেনেছি, শুক্রবার মির্জা ফখরুলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে। কোভিড ব্লকে চিকিৎসাধীন থাকার কারণে সাক্ষাৎ করার সুযোগ হয়নি তার।
অন্যদিকে বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বিএনপি মহাসচিবকে হাসপাতালে দেখতে যান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মির্জা ফখরুলের সঙ্গে দেখা করার পর ডা. রফিকুল ইসলাম বলেন, মহাসচিবের কাশি ও জ্বর ছিল। এখন জ্বর কমলেও কাশি ও শারীরিক দুর্বলতা আছে। তবে তিনি মোটামুটি ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে তার প্রয়োজনীয় সব ধরনের ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা চলছে।
উল্লেখ্য, গত ২২ মে করোনা ভাইরাসে আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সেদিনই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই নিয়ে তৃতীয় বারের মতো তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
